আশুলিয়ায় ডিইপিজেড এ আন্দোলন চলাকালে মহিলা শ্রমিকের মৃত্যু
আজ রবিবার ১৩ জুন সাভারের আশুলিয়ায় ডিইপিজেড এলাকায় কয়েকটি বন্ধ কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে জেসমিন বেগম নামে ৪২ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়ছে।নিহত মহিলাটি ডিইপিজেড এলাকার গোলটেক্স গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
আজ সকালে লেনি ফ্যাশন, লেনি অ্যাপারেলস,এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন নামে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা পুরাতন ডিইপিজেড এলাকায় আন্দোলন শুরু করে।ঠিক ঐ সময় পুলিশ এসে সবাইকে সরিয়ে দিতে গেলে শ্রমিকেরা হুড়াহুড়ি করে পালিয়ে যেতে শুরু করে।তখন জেসমিন বেগম নামের মহিলাটি পালিয়ে যেতে চাইলে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুত্বর ভাবে আহত হন।পরবর্তীতে তাকে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত জেসমিন বেগম তার স্বামীসহ আশুলিয়ার বলিভদ্র এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।তার নিজ বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার অন্তর্গত খজুরিয়া গ্রামে।তিনি গোলটেক্স গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় চাকরিরত অবস্থায় ছিলেন।তার আইডি কার্ড নং ৩৪৩৪২৯
পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানায়,আন্দোলন চলাকালে পুলিশ যখন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল তখন তারা পালাতে শুরু করে।তখন ঐ মহিলাটি পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আহত হন।পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেনি ফ্যাশন,লেনি অ্যাপারেলস ও আরো কয়েকটি পোশাক কারখানা এক মাসের বেতন, টার্মিনেশন বেনিফিট না দিয়ে শ্রমিক ছাঁটায় করে কারখানা বন্ধ ঘোষণা করে।এই অবস্থায় ৭০০০ শ্রমিকের বকেয়া বেতন আদায়ের দাবিতে পুরাতন ডিইপিজেড এর সামনে জড়ো হয়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে।