ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী নাবিলা
ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন মিষ্টি হাসির অভিনেত্রী মাসুমা রাহমান নাবিলা।আজ বৃহস্পতিবার ১লা জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
নাবিলার ঘনিষ্ঠ আত্মীয়ের কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত করেছে গণমাধ্যম।ঘনিষ্ঠ সুত্রে জানা যায় বর্তমানে মা ও মেয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেএবং তারা উভয়ই সুস্থ আছে।
এই বছরের এপ্রিলের দিকে নাবিলা সামাজিক মাধ্যমে তার গর্ভবতী অবস্থার ছবি প্রকাশ করে।সেখানে তিনি জুলাই মাসে তাদের সন্তান আসতে চলছে এই বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের অনাগত সন্তানের জন্য সবার কাছ থেকে দোয়া ও ভালবাসা চান।
এদিকে মা হওয়ার সংবাদ শুনে তার মিডিয়া পাড়ার বন্ধু,আত্মীয়স্বজন ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।সেই সাথে সামাজিক মাধ্যমে অনেক ভক্তদের ভালবাসায় সিক্ত হচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেত্রী।
নাবিলা চট্টগ্রাম জেলার মেয়ে হলেও তার জন্ম ও বেড়ে উঠা সৌদি আরবে। সেখানেই তার স্বামী রিমের সাথে পরিচয় তারপরে প্রেম।২০১৮ তারা ডাকঢোল পিটিয়ে বিয়ে করেন তারা।
মিষ্টি হাসির এই অভিনেত্রীর মিডিয়ায় যাত্রা শুরু হয় ২০০৬ সালে মডেলিং ও উপস্থাপনার মাধ্যমে।পরবর্তীতে মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি ছোট পর্দায় অনেক টিভি নাটকে অভিনয় করেন তিনি।
২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি।এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি দর্শকদের অনেক ভালবাসা পান।২০১৮ সালে ‘আয়নাবাজি’ সিনেমার জন্য তিনি ‘মেরিল প্রথম আলো পুরস্কার ’ অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।