করোনার মাঝেও দেশে ১৬৮ টি ধর্ষনের ঘটনা
করোনার মহামারী সত্ত্বেও, এপ্রিল মাসে দেশে মহিলা ও শিশুদের সঙ্গে ৩৭১ নির্যাতন এর ঘটনা ঘটেছে , যার মধ্যে ১৩৭ টি ধর্ষণের ঘটনা ছিল।আর গণধর্ষণের ৩১ টি ঘটনা ঘটেছে। এছাড়া ৯ জন প্রতিবন্ধী শিশু ও কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এই তথ্য দিয়েছে।
MSF এর তথ্য
শনিবার (১ ল মে) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এ তথ্য প্রকাশ করেছে।মানবাধিকার গোষ্ঠীটি নিজের এবং বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেছে। তারা বলেছে যে মহামারী সত্ত্বেও দেশে নারী ও শিশুদের প্রতি ধর্ষণ, হত্যা এবং পারিবারিক ও সামাজিক নির্যাতন বেরেই চলছে ।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে যে, ১৩৭ জন ধর্ষণ ভুক্তভোগীর মধ্যে ৭৬ জন ভুক্তভোগী শিশু ও কিশোরী ছিল।১৫ জনকে এপ্রিল মাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সেখানে যৌন হয়রানির ঘটনা ২২ টি এবং ২৯ টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই মাসে দুই মহিলাকে ধর্ষণ করে এসিড আক্রান্ত করা হয়েছে। এছাড়া ৩২ জন ভুক্তভোগী কিশোরী সহ মোট ৬৯ জন মহিলা আত্মহত্যা করেছেন। তিন শিশু, চার কিশোরী এবং দুই মহিলা অপহরনের শিকার হয়েছে। অন্যদিকে ১১ শিশু নিখোঁজ অবস্থায় রয়েছে ।
এছাড়াও, পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, বিবাহবিচ্ছেদ এবং জমির বিবাদকে উদ্ধৃত করে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মাসে ৭৫ জন নারী ও শিশু মারা গিয়েছে।
🔫