শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বাংলালিংকের নতুন উদ্যোগ

বাংলালিংক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘ডিজিরভোলিউশন’ চালু করেছে।১২ সপ্তাহের এই প্রোগ্রাম শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সাহায্য করবে।এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ পাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা এই উদ্যোগের আওতায় বাংলালিংকের অভিজ্ঞ পেশাদারদের তত্ত্বাবধানে বিভিন্ন ভার্চুয়াল লার্নিং সেশনে অংশ নেবে।
সেশনগুলোতে বিজনেস ইন্টেলিজেন্স ও অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ পেশাগত বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি সেশন শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়নের ব্যবস্থাও থাকবে এই প্রোগ্রামে।
বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন,আমাদের দেশের মেধাবী তরুণদের প্রতিভা ও দক্ষতার প্রতি আমাদের আস্থা রয়েছে। ভবিষ্যতের জন্য উপযুক্ত দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে আমরা তাদেরকে আধুনিক প্রশিক্ষণের সুযোগ দিতে চাই। এবার আমরা শুরু করছি ডিজিরেভোলিউশন, যার মাধ্যমে তারা বিভিন্ন বিষয়ের উপর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ পাবেন। বর্তমানে চাকরির বাজারে এসব বিষয়ের অনেক চাহিদা রয়েছে। বাংলালিংক-এর অভিজ্ঞ পেশাজীবিদের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে অবশ্যই ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলালিংক ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।